Smart Lodging Master
আবির ভূঁইয়া দীর্ঘ সংগ্রামের পর মাস্টার্স সম্পন্ন করে। ডিগ্রি হাতে পেলেও চাকরি জোটানো তার পক্ষে সহজ হয়নি। বহু স্থানে আবেদন করেও কোনো সাড়া না পেয়ে একসময় বিজ্ঞাপন দেখে চোখ আটকে যায় একটি অদ্ভুত অফারে। সেখানে লেখা—গৃহশিক্ষক নিয়োগ, বেতন ১ লাখ টাকা। এত টাকা দিয়ে অভিভাবক কেন শিক্ষক চান, এর পেছনে কী গোপন রহস্য—এ নিয়ে তার মনে প্রশ্ন জাগে।